জটিলতা কাটিয়ে ভক্তদের সুখবর দিলেন পপি


ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই আড়ালে ছিলেন। বিয়ে ও সংসার-সন্তান নিয়ে ব্যস্ত থাকায় চলচ্চিত্র থেকে দূরে সরে যান তিনি।
সর্বশেষ ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমার শুটিং করেছিলেন পপি। এরপর প্রায় পাঁচ বছর আড়ালে থাকার পর এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে এলেও পারিবারিক জটিলতার কারণে আবারও আড়ালে চলে যান। তবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভক্তদের সুখবর দিয়েছেন তিনি। জানিয়েছেন, খুব শিগগিরই চলচ্চিত্রে ফিরতে যাচ্ছেন।
ফেরার পরিকল্পনা প্রসঙ্গে পপি বলেন, “অভিনয়ে আর ফিরব না-এটা নিশ্চিত। তবে আগে করা কিছু কাজ শেষ করব। এরপর আমি নিজের মতো করে ফিরব।”
তিনি আরও জানান, এবার তিনি প্রযোজক হিসেবে ফিরবেন। এর আগে প্রযোজনায় নামলেও লোকসানের মুখে পড়তে হয়েছিল তাকে। মনোয়ার খোকন পরিচালিত একটি ছবিতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছিল পপির। তার দাবি, টিমের অসহযোগিতার কারণেই সেই ক্ষতি হয়। তবে এবার তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং ভালো গল্প নিয়ে কাজ করতে চান।
অভিনয়ের পাশাপাশি অতীতে তিনি ‘কিডন্যাপ’ ও ‘জীবন মানেই যুদ্ধ’সহ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন। তাই নতুনভাবে প্রযোজক হিসেবেই চলচ্চিত্রে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
খুলনার সোনাডাঙ্গায় জন্ম নেওয়া পপি স্কুলজীবনেই লাক্স–আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন। সোহানুর রহমান সোহানের হাত ধরে ‘আমার ঘর আমার বেহেশত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও দর্শকের কাছে পরিচিতি পান মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে।
ভিওডি বাংলা/জা