হামজাদের হংকং মিশনে ২৮ জন, নেই কিউবা!


এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে ম্যাচ সামনে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হচ্ছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এরই মধ্যে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড তৈরি করেছেন। যদিও বাফুফে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে খেলোয়াড় ছাড়করণের জন্য সংশ্লিষ্ট ক্লাবগুলোতে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
২৮ জনের মধ্যে সর্বোচ্চ ১১ জন বসুন্ধরা কিংসের। আবাহনী ও মোহামেডান থেকে পাঁচজন করে, ব্রাদার্স ইউনিয়ন, ফর্টিজ ও পিডব্লিউডি থেকে একজন করে রয়েছেন। এছাড়া ঘরোয়া লিগের বাইরে খেলা চারজনও আছেন দলে। সেপ্টেম্বর উইন্ডোতে না আসতে পারা হামজা চৌধুরী ও সামিত সোম এবার খেলবেন। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামও ক্যাম্পে যোগ দেবেন।
জাতীয় ফুটবল দলে নতুন মুখ মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। তিনি এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে ভিয়েতনামে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। অসাধারণ পারফরম্যান্স করে তিনি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দৃষ্টি আকর্ষণ করেছেন। বয়সভিত্তিকের পর এবার সিনিয়র দলেও ডাক পেয়েছেন। হংকং ক্যাম্পে প্রাথমিক তালিকায় জায়ানই মূলত সিনিয়র দলে নতুন মুখ।
জাতীয় ফুটবল দলে নতুন মুখ মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। তিনি এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে ভিয়েতনামে দুর্দান্ত পারফরম্যান্স করেন।
ফেডারেশন থেকে পাঠানো বসুন্ধরা কিংসকে চিঠিতে এগারো ফুটবলারের মধ্যে নেই ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের নাম। যার জুন উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার জন্য অনেক আলোচনা ছিল। এখন তিনি বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসের খেলোয়াড়। এএফসি অ-২৩ টুর্নামেন্টে ভিয়েতনামেও খেলেছেন। ফেডারেশন কাপের প্রথম ম্যাচে তিনি স্কোয়াডেই ছিলেন না। হ্যাভিয়েরের তালিকায় কিউবার না থাকাটা আলোচনার জন্ম দিতে পারে।
সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে। সেই ম্যাচের ক্যাম্পে দুই সপ্তাহ পর ফুটবলার ছেড়েছিল বসুন্ধরা কিংস। তবে এবার এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ বিধায় ২৯ সেপ্টেম্বরই খেলোয়াড়দের ছাড়ার পরিকল্পনা করেছে ক্লাবটি। বাফুফে থেকে জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের সোমবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ম্যানেজার আমের খানের কাছে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামাদি নিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।
নেপাল থেকে বিশেষ বিমানে ঢাকা ফিরেই ক্যাবরেরা আবার স্পেন চলে যান। দুই সপ্তাহ ছুটি কাটিয়ে গতকাল ভোরে ঢাকায় ফিরেন। ঢাকায় ফিরে দুপুরে মুন্সিগঞ্জে আবাহনী ও রহমতগঞ্জের ম্যাচ দেখতে যান। লিগের ম্যাচ দেখার আগেই তিনি ফেডারেশনকে প্রাথমিক তালিকা দিয়েছেন।
গত পরশু দিন সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাছে খেলোয়াড় ছাড়করণের চিঠি দিয়েছে ফেডারেশন। বিগত সময়ে পুরো দলের তালিকা চিঠির সঙ্গে প্রেরণ করত। এবার একটু ভিন্ন পদ্ধতিতে যে ক্লাবের যে কয়জন খেলোয়াড় সেই খেলোয়াড়দের ছাড়করণের জন্য আলাদা আলাদা চিঠি দিয়েছে ফেডারেশন। ক্লাবগুলোতে চিঠি চলে যাওয়ায় ফুটবলাঙ্গনে অনেকেই দল সম্পর্কে অবহিত। তাই গতকাল জাতীয় দল আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা ছিল। কাল ঘোষণা না হওয়ায় আজ লিগের ম্যাচের পর হতে পারে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।
১৪ অক্টোবর হংকংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য ২৮ জন ছাড়াও অতিরিক্ত কয়েকজন ফুটবলারের ভিসার ব্যবস্থা করবে বাফুফে। তবে হামজা ও সামিতের আলাদা ভিসার প্রয়োজন নেই, কারণ তারা ইংল্যান্ড ও কানাডার পাসপোর্টধারী।ক্লাবগুলোতে যে সকল ফুটবলার ছাড় করণের জন্য চিঠি দিয়েছে ফেডারেশন
আবাহনী : মিতুল মারমা,ইব্রাহীম, আল আমিন, কাজেম শাহ, মোরসালিন
মোহামেডান : সুজন হোসেন, মেহেদী হাসান, রহমত মিয়া,শাকিল আহাদ তপু, সুমন রেজা
ব্রাদার্স ইউনিয়ন : জামাল ভূঁইয়া
ফর্টিজ : আব্দুল্লাহ ওমর সজীব
পিডব্লিউডি : আরমান ফয়সাল আকাশ
বসুন্ধরা কিংস : মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ,সাদ উদ্দিন,তারিক কাজী,তাজ উদ্দিন,হৃদয়,সোহেল রানা, মোঃ সোহেল রানা,শাহরিয়ার ইমন,ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন
লেস্টার সিটি : হামজা চৌধুরী
কাভারলি এফসি : সামিত সোম
ওলভিয়া কালসিও : ফাহামিদুল ইসলাম
জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয় : জায়ান আহমেদ।
ভিওডি বাংলা/জা