নলছিটিতে প্রবাসীকে কুপিয়ে জখম যুবলীগ নেতার


ঝালকাঠির নলছিটি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা গেছে, সুবিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রাসেল সরদার, আওয়ামী কৃষকলীগের সম্পাদক নজরুল মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ্জাক সরদারসহ মোট ৭ জন নামীয় আসামি ও অজ্ঞাত আরও ৪/৫ জন বাদী মোঃ নাজমুল ইসলাম (৩৮) ও তার স্বজনদের উপর হামলা চালায়।
বাদী অভিযোগ করেন, তিনি সরমহল ও গোদন্ডা মৌজায় ৬০ শতাংশ জমি সাব কবলা দলিল মূলে ২০২২ সালে ক্রয় করেন। কিন্তু আসামিরা দীর্ঘদিন ধরে তাকে জমি বুঝিয়ে দেয়নি। এ নিয়ে আলোচনার একপর্যায়ে আসামিরা দা, রামদা, লোহার রড ও লাঠি-সোটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাদী নাজমুল ইসলাম গুরুতর আহত হন। তার চাচা শাহাদাৎ হোসেন ও আবুল বাশারকেও কোপ ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় বাদী নাজমুল ইসলাম নলছিটি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
বাদী মাওঃ নাজমুল ইসলাম দারুণনাজাত কামিল মাদরাসার শিক্ষক ও মোঃ শাহাদাত হোসেন সরদার কুয়েত প্রবাসী এবং আবুল বাশার শ্রমিকদলের রাজনীতির সাথে জরিত।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সাইফুল সরদার বলেন, আমি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, আমার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারনে বিগত সতেরো বছর ধরে পতিত আওয়ামী লীগের এসব সন্ত্রাসী লোকজন আমাদের নিয়মিত হুমকি-ধামকি, পুলিশি হয়রানি ও নানা ধরনের ক্ষতির মুখে ফেলেছে। সে কারণেই আমরা বাড়িঘর ছেড়ে দূরে থাকতে বাধ্য হয়েছি। আজ আবারও আমার বাবা ও চাচাতো ভাইদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়েছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন, দু’জনেরই মাথায় জখম হয়েছে। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন। আমরা এর সুষ্ঠু বিচার দাবী করছি।
এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ সভাপতি রাসেল সরদারের ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, উল্লেখিত আওয়ামী লীগ নেতারা এলাকায় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/ এমএইচ