• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

রাজবাড়ীতে স্কুল অ্যান্ড কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর কালুখালী উপজেলার নূর-নেছা স্কুল অ্যান্ড কলেজ বন্ধ করার ষড়যন্ত্র ও অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কলেজের সামনে রাজবাড়ী–কালুখালী সড়কে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নূর-নেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন, স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী শাহিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক মানুষ।

বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র প্রবাসী স্থানীয় বাসিন্দা মো. আব্দুস সালাম ২০১৫ সালে তাঁর মা নূর-নেছার নামে স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রতিষ্ঠানের যাবতীয় খরচ বহন করেন।

কিন্তু ২০২৪ সালের আগস্টে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি পান। এরপর থেকেই কলেজের এক শিক্ষক রিয়াজ এবং নাইটগার্ড ডাবুর পরামর্শে তিনি প্রতিষ্ঠানটিতে অনুদান দেওয়া বন্ধ করেন এবং অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনেন।

বক্তারা আরও বলেন, আব্দুস সালাম প্রকাশ্যে নানা মাধ্যমে প্রচার করতে থাকেন যে স্কুল ও কলেজ বন্ধ করে সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। এর ফলে গত ১৩ মাস ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে, যা প্রতিষ্ঠানটিকে সংকটে ফেলেছে।

মানববন্ধনে বক্তারা নূর-নেছা স্কুল অ্যান্ড কলেজ বহাল রাখা, বকেয়া বেতন পরিশোধ এবং অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমনের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীর সাধনপুর পল্লী মঙ্গল সমিতির শততম বর্ষ উদযাপিত
বাঁশখালীর সাধনপুর পল্লী মঙ্গল সমিতির শততম বর্ষ উদযাপিত
কুড়িগ্রামে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
কুড়িগ্রামে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
নলছিটিতে প্রবাসীকে কুপিয়ে জখম যুবলীগ নেতার
নলছিটিতে প্রবাসীকে কুপিয়ে জখম যুবলীগ নেতার