• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কর্মকর্তাদের উদ্দেশে

সিইসি নাসির উদ্দিন : আল্লাহকে সাক্ষী করে নিরপেক্ষ শপথ নিন

নিজস্ব প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পি.এম.
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্য দেন সিইসি।

তিনি বলেন, “আমি পরিবারের প্রধানের মতো দায়িত্ববোধ নিয়ে কাজ করি। বঙ্গবন্ধুর জনপদ বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করা চ্যালেঞ্জপূর্ণ হলেও আমরা নিরপেক্ষ থেকে আইন মেনে দায়িত্ব পালন করব। বেআইনি বা পক্ষপাতমূলক কোনো নির্দেশনা দেওয়া হবে না।”

সিইসি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, “আপনারা কারও পক্ষে নয়, কেবল আইনের পক্ষে কাজ করবেন। বিশেষ পরিস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। এ সময় নির্বাচন কমিশনের সচিব, কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনির হোসেন প্রবাসে ভোটার কার্যক্রম সম্পন্ন করতে ইসি কর্মকর্তাদের দূতাবাসে নিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অপপ্রচার রোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কর্মসূচি এবং নির্বাচন কর্মকর্তাদের পদমর্যাদা উন্নীত করার দাবি জানান।

উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পক্ষ থেকে আহ্বায়ক আশফাকুর রহমান বলেন, “কমিশন যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, মাঠ পর্যায়ের কর্মকর্তারাও সেভাবেই কাজ করবেন। আমরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে হারানো আস্থা ফিরিয়ে আনতে চাই।”

সভাটি মূলত নীতি-সংক্রান্ত বক্তব্য, প্রস্তাব, প্রযুক্তিনির্ভর অপপ্রচার প্রতিরোধ ও প্রশাসনিক সংস্কারের দাবির মঞ্চে পরিণত হয়।

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসি বৈঠকে তফসিল ঘোষণা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
ইসি বৈঠকে তফসিল ঘোষণা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
এভারকেয়ার হাসপাতালে আজ নেতাকর্মীদের ভিড় নেই
এভারকেয়ার হাসপাতালে আজ নেতাকর্মীদের ভিড় নেই
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে ইসির সভা আজ
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে ইসির সভা আজ