মাদারীপুরে যৌথ অভিযানে ২০০ কেজি গাঁজা উদ্ধার


মাদারীপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি ও পুলিশের যৌথ অভিযানে ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার সময় সদর থানাধীন ঝিকরহাটি এলাকার নান্নু দর্জির বাড়িতে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃতরা হল- সদর থানাধীন উত্তর ঝিকরহাটি এলাকার মৃত মতলেব দর্জির ছেলে নান্নু দর্জি (৬২) ও মৃত ধলু দর্জির ছেলে নুরু দর্জি (৪২)। এছাড়াও এই মাদক কারবারির সাথে জরিত আরও দুই আসামী পলাতক রয়েছে। তাঁরা হল- একই এলাকার ইব্রাহীম দর্জির ছেলে এনামুল দর্জি (৪২) ও নান্নু দর্জির ছেলে সুমন দর্জি (৩২)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) জাহাঙ্গীর আলম।
প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জেলা পুলিশ জানতে পারে যে মাদকের বড় একটি চালান আসবে। এই সংবাদের ভিত্তিতে ডিবি ও সদর থানার পুলিশের যৌথভাবে অভিযান শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সদর থানাধীন ঝিকরহাটি এলাকায় নান্নু দর্জির বাড়িতে অভিযান চালিয়ে ৯ বস্তা গাঁজা উদ্ধার করা হয়। যার মধ্যে ছিল কস্টেপে মোড়ানো ৫০টি পকেট। যার ওজন ২০০ কেজি। এর বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এ ঘটনায় নান্নু দর্জি ও নুরু দর্জিকে আটক করা হয়েছে। এছাড়াও এই মাদক কারবারীর সাথে জরিত আরও দুই আসামী এনামুল দর্জি ও সুমন দর্জি পলাতক রয়েছে। তাঁদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।
তিনি বলেন, জব্দকৃত মাদকসহ আটক ও পলাতকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ