• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে বিএনপির সকল শক্তির উৎস উল্লেখ করে জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, দেশ স্বাধীনের পর এক স্বৈরশাসক জেকে বসেছিল। গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ না হতে পারলে গুপ্ত স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। ঐক্য, দেশ, পুনর্গঠন এটিই মূল প্রতিপাদ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।  
 
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে। নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশকে পুনর্গঠন করতে হবে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
এ সময় গত ১৬ বছর দেশে ডাকাত পড়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন এই দেশকে গঠন করতে হবে। তার জন্য জনগণের কাছে যেতে হবে। ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। কীভাবে পুনর্গঠন করবো, এ কথাগুলো সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার কোটিপতি প্রার্থী ৮৯১ জন: টিআইবি
জাতীয় সংসদ নির্বাচন এবার কোটিপতি প্রার্থী ৮৯১ জন: টিআইবি
২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম চালু
২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম চালু
২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ১৯৮১ প্রার্থী
২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ১৯৮১ প্রার্থী