• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উর্দুভাষীদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে: আমিনুল

নিজস্ব প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে উর্দুভাষীদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর বিএলএস স্কুলে আয়োজিত ‘ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘গত ১৭ বছরে জনগণের ওপর যে জুলুম-নির্যাতন হয়েছে, উর্দুভাষী জনগোষ্ঠীও তার বাইরে নয়। আমরা ক্ষমতায় নেই, তবুও মানুষের পাশে দাঁড়ানোকে আমি নৈতিক দায়িত্ব মনে করি। কিন্তু যারা ১৭ বছর ক্ষমতায় ছিল, তারা একবারও এসে জিজ্ঞেস করেনি- আপনারা কেমন আছেন।’

তিনি বলেন, ‘বিএনপি সরকারে এলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হবে। আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, তাদের পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান করা।’

আমিনুল বলেন, ‘বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের দল। আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।’

এর আগে পল্লবীতে আলেম-ওলামাদের নিয়ে সভা করেন ও সকালে রাজধানীর জিয়া উদ্যান লেকে দেশসেরা সাঁতারুদের প্রতিযোগিতায় জিয়া সুইমিং কার্নিভাল সেজন-১ এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল হক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে
এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবের
ঢাকা-৯ এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবের
ধর্ম কোনো টিকিট বিক্রির বিষয় নয়: আলাল
ধর্ম কোনো টিকিট বিক্রির বিষয় নয়: আলাল