শেরপুরে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভা


শেরপুরে দেশের চলমান সংকট নিরসনে এবং একটি অসাম্প্রদায়িক ও শান্তিময় সমাজ বিনির্মাণে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা হেযবুত তওহীদের আয়োজনে ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় শহরের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. মশিউর রহমান।মশিউর রহমান তার বক্তব্যে বলেন, মানবজাতির সার্বিক শান্তি ও কল্যাণ একমাত্র স্রষ্টার দেওয়া জীবনবিধান অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে। মানুষের তৈরি কোনো মতবাদ বা ব্যবস্থা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বরং সংঘাত ও বৈষম্য সৃষ্টি করেছে।
তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক জনগণ নয়, একমাত্র আল্লাহ। তাই সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর বিধান বা তওহীদের উপর ভিত্তি করে রচিত হতে হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, এই ব্যবস্থায় নারীদের প্রকৃত সম্মান ও অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ধর্মব্যবসা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না।
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে নাঈম ইসলাম ও মোরাদুজ্জামান মুরাদ বক্তব্য দেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেযবুত তওহীদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া। সভায় আরও বক্তব্য দেন, হেযবুত তওহীদের শেরপুর জেলা সভাপতি মুমিনুর রহমান পান্না, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা এবং বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তার। সভায় সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ