দায়িত্ব ছাড়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবে সরকার: খাদ্য উপদেষ্টা


খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ শেষে প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য মজুত রেখে যাবেন তারা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়।
তিনি বলেন, বর্তমানে সরকারের গুদামে প্রায় ১৬ লাখ টন চাল ও ১ লাখ টন গম মজুত আছে। আরও কয়েকটি জাহাজে গম আসছে, যুক্তরাষ্ট্র থেকে কেনার জন্য নতুন চুক্তিও হচ্ছে।
চালের দাম স্থিতিশীল রাখতে সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পরিবারপ্রতি মাসে ৩০ কেজি করে চাল দিচ্ছে। এই সুবিধাভোগীর সংখ্যা ৫০ লাখ থেকে বাড়িয়ে ৫৫ লাখ করা হয়েছে। ফলে বাজারে চাপ কমেছে এবং দামের ওপর ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা।
তিনি আরও বলেন, নভেম্বরের শেষ দিকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে। প্রাকৃতিক দুর্যোগ না হলে সর্বোচ্চ পরিমাণ ধান–চাল কৃষকদের কাছ থেকে সরাসরি কেনার চেষ্টা করবে সরকার।
চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হাসনাত হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ আরিফ