শিবচরে বিএনপির নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


মাদারীপুরের শিবচরে বিএনপি'র ৩১ দফা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে শিবচরের দত্তপাড়া ইউনিয়ন বিএনপি'র আয়োজনে বাবলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা বিএনপি'র নেতা এবং শিবচর দত্তপাড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান (শিশু) সরদারের সভাপতিত্বে এবং যুবদলের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শিবচর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক এবং শিবচর উপজেলা বিএনপি'র নবনির্বাচিত সদস্য কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নবনির্বাচিত যুগ্ম-আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনা রাতেই ভোটের বাক্স ভরে রেখেছিল।সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি।উল্টো বিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে আমাদেরকে দেশে আসতে দেয়নি।গত ১৬ বছরে আমাদের অসংখ্য নেতা কর্মীকে হত্যা,গুম,গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ কত বড় বর্বর?আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন প্রফেসর ডক্টর ইউনুস,বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকায় গিয়েছে,সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাদেরকে হেনস্তা করেছে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নবনির্বাচিত আহ্বায়ক শাহাদাত হোসেন খান ।তিনি বলেন,২০০১ সালের পর থেকে বাংলাদেশের মানুষ কোন ভোট দিতে পারেনি।আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনে এদেশের আপামর জনতা প্রত্যক্ষভাবে ভোট দিতে পারবে।তারা তাদের পছন্দের প্রার্খীকে নির্বাচিত করবে,ইনশাআল্লাহ। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এবং কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নত হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপি'র প্রধান লক্ষ্য।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -শিবচর উপজেলা বিএনপি'র নবনির্বাচিত যুগ্ম-আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ঢাকা বনানী থানার যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন,শিবচর উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম খান,শিবচর উপজেলা বিএনপি'র নবনির্বাচিত সদস্য শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান),মাহবুব মাদবর,জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক নারগিস আক্তার,শিবচর উপজেলা বিএনপি'র নেতা তাজউদ্দীন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/ এমএইচ