• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে ইউপি বিএনপি'র কাউন্সিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার দিলপাশার ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক কাউন্সিলে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মিদের গোপন ব্যালটের  মাধ্যমে সভাপতি পদে মোঃ লিয়াকত আলী লিটন ও সাধারণ সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম খান সজীব ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নান্নু খন্দকার নির্বাচিত হয়েছেন। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত প্রায় আটটার দিকে বিবি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে  অনুষ্ঠিত দিলপাশার ইউনিয়ন বিএনপি'র কাউন্সিল এর ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মোঃ জাফর ইকবাল হিরোক সরদার। 

সংশ্লিষ্ট নির্বাচনী সূত্রে জানা যায়, শনিবার  বিকাল ৩:৩০-৬ টা পর্যন্ত দিলপাশার ইউপি'র নয় টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের ৪শ'৫৯ জন কাউন্সিলার তাদের প্রত্যক্ষ ভোটে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।

প্রাপ্ত ভোটের ফলাফলে জানা যায়, ইউনিয়ন বিএনপি'র সভাপতি পদে মোঃ লিয়াকত আলী লিটন ২৫৬ (আনারস প্রতীক)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল হাই ১৮৯ (ঘোড়া প্রতীক)ভোট পেয়েছেন।সাধারণ সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম খান সজীব-২৮৬ (কলস প্রতীক)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরজু  ১৫৭ (ফুটবল প্রতীক)ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক  পদে মোঃ নান্নু খন্দকার-২৬৯(মই প্রতীক)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শরিফ উদ্দিন রিপন(চশমা প্রতীক) ১৫৭ ভোট, ও মোঃ শহিদুল ইসলাম মেম্বর পেয়েছেন (আম প্রতীক) ১৭ ভোট। 

নির্বাচনী ফলাফল ঘোষণার সময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপি'র আহবায়ক নূর মুজাহিদ স্বপন বলেন বিএনপি'র তৃণমূলের কর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক নেতা নির্বাচন করায় সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র চর্চার মনোভাব অনেক অংশে জাগ্রত হয়েছে।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মোঃ জাফর ইকবাল হিরোক সরদার বলেন ভোটরা শান্তিপূর্ণভাবে উপস্থিত থেকে নির্ভরে উৎস আনন্দের মধ্যে দিয়ে ভোট প্রদান করেন বাধাহীনভাবে ,এই নির্বাচন সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এটা সাধারণ ভোটের জয় হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু
কুড়িগ্রামে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু
বাঘাবাড়ী ৪৬তম জাতীয় নৌকা বাইচ অনুষ্ঠিত
বাঘাবাড়ী ৪৬তম জাতীয় নৌকা বাইচ অনুষ্ঠিত
শিশু স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও শিক্ষা উপকরণ বিতরণ
শিশু স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও শিক্ষা উপকরণ বিতরণ