ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল আবাসিক হলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের পাঠানো তথ্যে কেন্দ্রীয় কর্মসূচিে অংশ হিসেবে পালিত হয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি।
জানা গেছে, ছাত্রশিরিরের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হলে আম, পেয়ার, কাঁঠাল, লিচু, জলপাই-সহ নানা ধরনের ফলজ ও ঔষধি গাছের প্রায় দুই শতাধিক চারা রোপণ করা হয়েছে।
আবাসিক শিক্ষার্থীরা জানান, ইবি শাখা ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে বৃক্ষরোপণ করেছে, এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এর মধ্য দিয়ে আমরা অক্সিজেন, ছায়া, ফল, ফুল পাবো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। যে হল গুলোতে গাছের সংখ্যা কম, তারা খুব একটা ফল উপভোগ করতে পারে না। শিবিরের এমন কার্যক্রম আমাদের চাহিদা পূরণ করতে ভূমিকা রাখবে।
এবিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান বলেন, ‘ছাত্রী হল-সহ মোট আটটি হলে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমরা ফলজ ও ঔষধি গাছের ১০ করে কলম চারা প্রতিটি হলে রোপণ করেছি। এছাড়া ক্যাম্পাসে তালের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছি। আজকে প্রতিটি হল সহ ক্যাম্পাসে প্রায় দুইশত চারা রোপণ করেছি। আশা করছি খুব দ্রুতই এগুলোতে ফল ধরবে এবং আমরা সবাই মিলে উপভোগ করবো। আগামী বছর এসব ফল থেকেই ক্যাম্পাসে ফল উৎসব করবো ইনশাআল্লাহ।’
ভিওডি বাংলা/ এমএইচ