• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল

ক্যাম্পাস প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজের নর্থ হলের পত্রিকা কর্নারে আবাসিক শিক্ষার্থীদের জন্য ফ্যান ও লাইট উপহার দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হলের পত্রিকা কর্নারে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা লাইট ও ফ্যান লাগিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান মামুন, আবির রায়হান, তাজবিউল হাসান, শামীম হাওলাদার, সবুর আলী, আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ, হাবিব হাওলাদার শিহাব, তানভীর হাসান, নাহিন হাসান, তোফায়েল হোসেন, উজ্জ্বল হোসেন, সাইফুল ইসলাম রেদোয়ান, হাসিব ইসলাম, হাসান আবেদ, সাকিব হাসান প্রমুখ।

ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় সামাজিক ও মানবিক কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছেন। তারই অংশ হিসেবে ঢাকা কলেজের নর্থ হলের পত্রিকা কর্নারে আবাসিক শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের পক্ষ থেকে ফ্যান ও লাইট উপহার দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দালালরা সম্পদ ও মিডিয়া গড়েছে, তাই পরিবর্তন হয়নি
মাহফুজ আলম দালালরা সম্পদ ও মিডিয়া গড়েছে, তাই পরিবর্তন হয়নি
সংবিধান সংস্কারে গণভোট বিষয়ে ব্যাপক প্রচারণার নির্দেশ
স্কুল, কলেজ ও মাদ্রাসায় সংবিধান সংস্কারে গণভোট বিষয়ে ব্যাপক প্রচারণার নির্দেশ
চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ