তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০


ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর করুর জেলায় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। আহত হয়েছেন কয়েক শতাধিক মানুষ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজগম (টিভিকে)-এর আয়োজিত ওই সমাবেশে সকাল থেকেই ভিড় জমে। প্রায় ছয় ঘণ্টা অপেক্ষার পর বিজয় দেরিতে আসেন, এতে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অতিরিক্ত ভিড়ের কারণে বহু মানুষ অজ্ঞান হয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে গিয়ে বিশৃঙ্খলা দেখা দেয় এবং পদদলনের ঘটনা ঘটে। বিজয় হঠাৎ বক্তব্য শেষ করে স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে পানি বিতরণে সহায়তা করেন।
খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যান তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন এবং ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র : এনডিটিভি
ভিওডি বাংলা/ আরিফ