দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী


নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল নেতা কে পি শর্মা ওলি বর্তমান সরকারের দুর্নীতির অভিযোগকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এক ভাষণে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, কিন্তু প্রমাণ কোথায়? যদি সত্যিই আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে থাকি, তবে অভিযোগ না তুলে প্রমাণ দেখাক।”
অলি দাবি করেন, তার নেতৃত্বাধীন সরকার সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে অগ্রাধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালে প্রথম দিন থেকেই ঘোষণা করেছিলেন, “আমি দুর্নীতি করব না, কাউকেও করতে দেব না।”
অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৯৪ সালে মনমোহন অধিকারীর সরকার জনকল্যাণমূলক কর্মসূচির জন্য জনপ্রিয় হয়েছিল। পরবর্তী সরকারগুলোও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়নে কাজ করেছে। তার সরকারও সেই ধারাবাহিকতায় স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দিয়েছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মাওবাদি সংঘাতের সময় দেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তার আমলে স্থিতিশীলতা ফিরেছিল। এখন আবার অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। কথিত জেন-জি কর্মীরা ঘরে বসে থাকলেও অন্যরা শিল্প লুট করছে, ঐতিহাসিক স্থাপনা ভাঙচুর করছে, যার পেছনে বিভিন্ন শক্তির ইন্ধন রয়েছে।
অলি দাবি করেন, দেশকে সঠিক পথে ফেরাতে সক্ষম একমাত্র ইউএমএল।
তথ্যসূত্র: দ্য খবর হাব ইংলিশ
ভিওডি বাংলা/ আরিফ