• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

দুর্যোগপ্রবণ অঞ্চলে জলবায়ু সহনশীল আবাসন চান প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য টেকসই ও স্বল্পমূল্যের আবাসন গড়ে তুলতে বাংলাদেশে জাতিসংঘ হ্যাবিট্যাটের কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে সংস্থাটির আন্ডার-সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রোসবাখের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দ্রুত নগরায়ণ, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্রঋণভিত্তিক আবাসন এবং জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের টেকসই বাসস্থান নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস প্রেক্ষাপটভিত্তিক আবাসন মডেল তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় ও নদীভাঙনে হাজারো বাড়িঘর ধ্বংস হয়। এসব মানুষের জন্য জরুরি ভিত্তিতে স্বল্পমূল্যের টেকসই বাসস্থানের সমাধান প্রয়োজন।”

তিনি বিশেষভাবে প্রস্তাব করেন, ঘরের ছাদ এমনভাবে নকশা করা হোক যেন তা বন্যার সময় নৌকার মতো ব্যবহার করা যায়। পাশাপাশি শহরাঞ্চলের বস্তি ও অনানুষ্ঠানিক বসতিগুলোতে আবাসন, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমন্বিত সমাধান বের করার আহ্বান জানান। নারীবান্ধব নকশার ওপরও তিনি গুরুত্ব দেন।

রোহিঙ্গা শরণার্থীদের টেকসই আবাসন জরুরি বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আসন্ন নিউইয়র্ক সম্মেলনে জাতিসংঘ হ্যাবিট্যাটকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। এছাড়া তিনি জলবায়ু সহনশীল ও স্বল্পমূল্যের আবাসন নকশা নিয়ে প্রতিবছর একটি বৈশ্বিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেন, যা রোসবাখ ইতিবাচকভাবে গ্রহণ করেন।

রোসবাখ বলেন, “বৈশ্বিক জলবায়ু সংকটের অগ্রভাগে থাকা দেশ হিসেবে বাংলাদেশে হ্যাবিট্যাটের কার্যক্রম জোরদার করা জরুরি।” তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশকে ইস্তাম্বুলে ‘জিরো ওয়েস্ট ফোরাম’ ও বাকুতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড আরবান ফোরাম’-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

বর্জ্য ব্যবস্থাপনাও আলোচনায় গুরুত্ব পায়। জাতিসংঘ মহাসচিবের জিরো ওয়েস্ট অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হিসেবে ড. ইউনূস নগর ও বস্তি উভয় জায়গায় বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই প্রযুক্তির ওপর জোর দেন।

রোসবাখ ধাপে ধাপে আবাসন উন্নয়ন, উন্নত নগর পরিকল্পনা এবং আবাসন উদ্যোগে ক্ষুদ্রঋণের সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ থেকে শুরু ইসির নির্বাচনী সংলাপ
আজ থেকে শুরু ইসির নির্বাচনী সংলাপ
দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
দুই জেলার নামে হচ্ছে নতুন বিভাগ
দুই জেলার নামে হচ্ছে নতুন বিভাগ