বন্ধ ক্যাম্পাসে চাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের পর বিকেল থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।
এদিকে সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি যোগ হওয়ায় এক সপ্তাহের জন্য ক্যাম্পাস বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর ক্যাম্পাস খুলবে। ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী হল ছেড়ে বাড়ি গেলেও, প্রচার-প্রচারণা থেমে নেই। শাটল ট্রেন, রেলস্টেশন, ক্যাফেটেরিয়া, ঝুপড়ি, একাডেমিক ভবন, হল থেকে শুরু করে মসজিদ পর্যন্ত ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীর সংখ্যা কম হলেও প্রার্থীরা রেলস্টেশন, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঝুপড়ি ও হলে প্যানেলভিত্তিক ও ব্যক্তিগতভাবে প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়ভাবে প্রচার করছেন তারা। কটেজে গিয়ে দেখা-সাক্ষাৎ, লিফলেট বিতরণসহ বিভিন্ন উপায়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপরই শুরু হবে গণনা। এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।
ভিওডি বাংলা/জা