এশিয়া কাপের ফাইনালে আজ ভারত-পাকিস্তান


১৯৮৪ সালে প্রথম এশিয়া কাপের পর ৪১ বছর কেটে গেল। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং প্রথমবারের মতো মহাদেশের শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ফাইনালের আগে দুই দল একে অপরের সঙ্গে দুইবার লড়াই করেছে, যেখানে প্রতিবারই সহজ জয় পেয়েছে ভারত।
কিন্তু শুধু ক্রিকেটের জন্য নয়, ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল উত্তপ্ত বাক্যবিনিময়, করমর্দন এড়িয়ে চলা এবং উসকানিমূলক অঙ্গভঙ্গি। এর পেছনে রয়েছে চলতি বছরের শুরুতে দুই দেশের সামরিক টানাপোড়েন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হবে ফাইনাল, যা সম্প্রচার করবে টি-স্পোর্টস।
মাঠে দুই দলের যুদ্ধংদেহী মনোভাবের পেছনে রাজনৈতিক চাপানউতোরও রয়েছে। ভারতীয় দল সরকারি নির্দেশনা মেনে পাকিস্তানের সঙ্গে করমর্দন এড়িয়ে চলেছে, যা পরবর্তীতে একাধিক আইসিসি শুনানি এবং আর্থিক জরিমানার মধ্য দিয়ে আলোচনার বিষয় হয়েছে। তবে গ্রুপ পর্বের জয়ও মূল্যহীন হতে পারে যদি রোববার সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত হারে।
পাকিস্তানের জন্য এই ফাইনাল হবে সমকালীন হতাশার অবসান ঘটানোর সুযোগ। ভারতের বিপরীতে পাকিস্তানের রেকর্ডও বেশ চাপসৃষ্টিকারী-১৫টি টি-টোয়েন্টিতে ১২টি হারের মুখোমুখি। এশিয়া কাপের ইতিহাসেও পাকিস্তান মাত্র দু’বার শিরোপা জিতেছে, যেখানে ভারত ৮ এবং শ্রীলঙ্কা ৬ বার।
তবে সালমান আগারের দল আসরে ধীরে ধীরে গতি অর্জন করছে। বাংলাদেশ ম্যাচে চরম বিপর্যয় থেকে ফিরে জয় নিশ্চিত করে তারা ফাইনালের টিকিট কেটে নিয়েছে। ভারতের বিপরীতে যদি তারা জেতে, তবে সাম্প্রতিক হতাশার কালো মেঘ কেটে যাবে। অন্যথায়, একই টুর্নামেন্টে তিনবার ভারতের কাছে হারা মোটেও ইতিবাচক হবে না।
দর্শক আগ্রহের দিক থেকেও ফাইনাল আলাদা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ভরপুর দর্শক টানবে বলে আশা করা যাচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, টিকিট বিক্রি প্রায় শেষ। এখন শুধু মাঠের ক্রিকেটই দেখাবে প্রত্যাশা পূরণ হচ্ছে কি না।
ভিওডি বাংলা/জা