• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

ছেলে হত্যার বিচার চেয়ে পোস্টার সাঁটালেন বাবা

কুষ্টিয়া প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ছেলে হত্যার বিচার আর আসামীদের ফাঁসির রায় দেখে যেতে চান হৃদয়ের বাবা ইউনুস আলী। একমাত্র ছেলেকে একটি ব্যাটারি চালিত ভ্যানের জন্য হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকারীদের ফাঁসির দাবিতে গ্ৰামে- গ্ৰামে পোস্টার সেঁটে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন নিহতের বাবা ইউনুস আলী। ছেলের মৃত্যুর পর থেকে পরিবারটি শোকের ছায়ায় আচ্ছন্ন।

শুক্রবার বিকেলে কুমারখালী বাজারে ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবীতে পোষ্টার সাঁটেন নিহত হৃদয়ের বাবা ইউনুস আলী। শুধু মাত্র ভ্যান চুরির জন্য একজন ছোট মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন ঘটনা যেন আর না ঘটে। সেজন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী।

উল্লেখ্য, গত (১৮  আগষ্ট) কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক কিশোর ভ্যানচালকের গলাকাটে হত্যা করা হয় । লাশটি জগন্নাথপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এরি মধ্যে হত্যা কান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, রাকিব, মাহফুজ, জীবন, জিহাদ।

হৃদয় এর বাবা ইউনুস বলেন,  ভ্যান নিয়ে বাড়ি থেকে হয় হৃদয়। রাতে সে বাড়ি না ফিরলে স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে। তবুও তাকে না পেয়ে  কুমারখালী থানায় অভিযোগ দেয়। এরপর সকাল ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর পদ্মানদী পাড়ের বাগানে ঘাস কাটতে গিয়ে একটি গলা কাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ছেলে হত্যার বিচার আর আসামীদের ফাঁসির রায় দেখে যেতে চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, শুধু মাত্র একটা ভ্যানের জন্য এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এরি মধ্যে গ্রেফতার করা হয়েছে। এখন এই মামলাটি বিচারাধীন রয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইন অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ার শাহ্ নগর এলাকার মরিচ চারা যাচ্ছে ৩২ জেলায়
বগুড়ার শাহ্ নগর এলাকার মরিচ চারা যাচ্ছে ৩২ জেলায়
গণতন্ত্র পুনরুদ্ধারে শিবচরে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ
গণতন্ত্র পুনরুদ্ধারে শিবচরে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ
শিবচরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ১
শিবচরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ১