শিবচরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ১


মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা আঞ্চলিক সড়কে সূর্য্যনগর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মটর সাইকেল দূর্ঘটনায় দেবাশীষ সরদার (৩৬) নামে একজনের মৃত্যু,গুরুতর আহত অবস্থায় আঃ গাফফার কাজী নামে ১ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবচরের ঢাকা-ভাঙ্গা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,মোটরসাইকেল নিয়ে শিবচর যাচ্ছিল দেবাশিষ এবং আঃ গাফফার কাজী নামের দুই বন্ধু। এসময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাদেরকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় দেবাশীষ সরদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত আঃ গাফফার কাজী (৪০) পাঁচ্চর ইউনিয়নের আঃ ছাত্তার কাজীর ছেলে।নিহত দেবাশীষ মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ক্রোকচর গ্রামের রমেশ সরদারের ছেলে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের কাজ চলছে।
ভিওডি বাংলা/ এমএইচ