পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল


পাকিস্তানি ক্রু বহনকারী একটি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ট্যাংকারকে ইসরায়েল ড্রোন হামলার লক্ষ্য করেছে। ট্যাংকারটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণাধীন রাস আল-এসা বন্দরে নোঙর করা ছিল।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানান। তিনি বলেন জাহাজে মোট ২৭ জন ক্রু ছিলেন। যারমধ্যে ২৪ জন পাকিস্তানের, দুজন শ্রীলঙ্কার। আর বাকি একজন নেপালের নাগরিক।
মহসিন নাকভি এক্সে হামলার ব্যাপারে লিখেছেন, “একটি এলপিজি ট্যাংকার, যেটিতে ছিলেন ২৭ ক্রু (ক্যাপ্টেন মুখতা আকবরসহ ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি) ইসরায়েলের ড্রোন হামলার স্বীকার হয়েছে। ট্যাংকারটি (হুতিদের নিয়ন্ত্রণাধীন) রাস আল-এসা বন্দরে গত ১৭ সেপ্টেম্বর হামলার কবলে পড়ে।”
ড্রোন হামলার পর জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হওয়ার পর এতে আগুন ধরে যায়। যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন। এরপর হুতি বিদ্রোহীরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে বলে জানান তিনি।
তবে হুতিরা পরবর্তীতে ট্যাংকার ও ক্রুদের ছেড়ে দেয়। এখন এটি ইয়েমেনের জলসীমার বাইরে রয়েছে বলেও জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।
ইউনান্দোলু এজেন্সি সূত্রে জানা যায়, ফিলিস্তিনের গাজায় হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লড়াই শুরু করে, এবং গত দুই বছরে দুই পক্ষের মধ্যে একাধিক হামলা পাল্টা হামলা ঘটেছে।
ভিওডি বাংলা/জা