• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

মধুপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি'র (সনাক) উদ্যোগে উপজেলা প্রশাসন সম্মুখে এক বর্ণাঢ্য র‌্যালি এবং উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল, “ডিজিটাল যুগ: পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ।”

সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের সভাপতি মো. বজলুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রেসক্লাব নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ইয়েস সদস্য, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিগণ।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, তথ্য কর্মকর্তা স্বপ্না কর্মকার, সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তফা হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, আইসিটি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল, ইউআরডিও-বিআরডিবি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ডিপিএইচই প্রতিনিধি ইমরান হোসেন, এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাজমুল হাসান।

অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস দলনেতা হাবিবুর রহমান খান, যেখানে তথ্য অধিকার আইনের বাস্তবায়নে করণীয় বিষয়ে ১৬ দফা সুপারিশ তুলে ধরা হয়।

বক্তারা বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ সঠিকভাবে বাস্তবায়িত হলে সুশাসন, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিত হবে। জনসচেতনতা বাড়ানো ছাড়া এ আইন কার্যকর করা সম্ভব নয়। পরিবেশ ও উন্নয়ন বিষয়ক তথ্যের উন্মুক্ত প্রবাহ টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় আরও উল্লেখ করা হয় যে, টিআইবি ও সনাক সব সময় তথ্য অধিকার আইনের প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এসময় বক্তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এ আইনের যথাযথ প্রয়োগে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ার শাহ্ নগর এলাকার মরিচ চারা যাচ্ছে ৩২ জেলায়
বগুড়ার শাহ্ নগর এলাকার মরিচ চারা যাচ্ছে ৩২ জেলায়
গণতন্ত্র পুনরুদ্ধারে শিবচরে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ
গণতন্ত্র পুনরুদ্ধারে শিবচরে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ
শিবচরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ১
শিবচরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ১