ভূটিয়ারকোনা অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


ময়মনসিংহের গৌরীপুরে ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পৌর শহরের কালিখলায় গৌরীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রুকুন উদ্দিন, সভাপতি, সম্মিলিত শিক্ষক সমাজ গৌরীপুর। সঞ্চালনা করেন মানিক, সহকারী শিক্ষক, নরুল আমিন খান উচ্চ বিদ্যালয়।
বক্তব্য রাখেন:
মো. শাহজাহান, প্রধান শিক্ষক, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়,
আজিজুল হক, প্রধান শিক্ষক, নরুল আমিন খান উচ্চ বিদ্যালয়,
আসাদুল্লাহ খান, প্রধান শিক্ষক, পাচার উচ্চ বিদ্যালয়,
মিজানুর রহমান, প্রধান শিক্ষক, শ্যামগঞ্জ বালিকা বিদ্যালয়,
সৈয়দ শহীদুল্লাহ, সুপার, লামাপাড়া কেরামতিয়া দাখিল মাদ্রাসা,
হুমায়ুন কবির খান, প্রধান শিক্ষক, বড়বাগ উচ্চ বিদ্যালয়,
মাহাবুবুল আলম মানিক, সহকারী অধ্যাপক, ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা,
একেএম মোস্তফা কামাল, সুপার, শ্যামগঞ্জ দাখিল মাদ্রাসা,
নরোত্তম রায়, প্রধান শিক্ষক, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়,
আবুল হাসিম, প্রধান শিক্ষক, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়,
উজ্জ্বল কুমার সরকার, প্রভাষক, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ,
আব্দুর রাজ্জাক, সুপার, বেগ মোতালেব দাখিল মাদ্রাসা,
আজিজুল হক, খলতবাড়ি হাই স্কুল।
বক্তারা অভিযোগ করেন, কহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান (সহকারী) শিক্ষক মো. আনোয়ার হোসেন এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে অধ্যক্ষ গোলাম মোহাম্মদের উপর হামলা চালিয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পটভূমি
উল্লেখ্য, অধ্যক্ষ গোলাম মোহাম্মদ ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে অধ্যক্ষের দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র তাকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশে বাধা দিয়ে আসছে।
গত বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) কহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান (সহকারী) শিক্ষক মো. আনোয়ার হোসেন ও তার সহযোগীরা অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় বলে অভিযোগ করা হয়।
শিক্ষক সমাজ এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
ভিওডি বাংলা/ এমএইচ