• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাজী সেলিমের বাসা ঘিরে রেখেছে যৌথ বাহিনী

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবন ঘিরে রেখেছে যৌথ বাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ওই বাসায় অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান। তিনি বলেন, “দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।”

অভিযান সূত্রে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

আরও জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ আমদানি হলে দাম কমবে, সবজির দাম সহনীয়:  স্বরাষ্ট্র উপদেষ্টা
পেঁয়াজ আমদানি হলে দাম কমবে, সবজির দাম সহনীয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
চলতি সপ্তাহেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
চলতি সপ্তাহেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ