• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

আনুষ্ঠানিকভাবে জামায়াতে ফিরলেন সাবেক সচিব সোলায়মান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পি.এম.
বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী -ছবি সংগৃহীত

সাবেক সচিব ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি জামায়াতের সহযোগী সদস্য পদের ফর্ম পূরণ করে দলে ফেরেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।

জামায়াতের দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রার বন্ধুত্বের ভিত্তিতে এই দুই নেতার উপস্থিতিতে সোলায়মান চৌধুরী আবারও দলে যুক্ত হন।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুকে এবি পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন সোলায়মান চৌধুরী। পোস্টে তিনি উল্লেখ করেন, “সদ্য এবি পার্টি ত্যাগ করেছি। আবার আল্লাহর নাম নিয়ে জামায়াতে ফিরলাম। আল্লাহ আমাকে সাহায্য করুন।”

সোলায়মান চৌধুরী অভিযোগ করেন, এবি পার্টিতে তাকে নামমাত্র উপদেষ্টা রাখা হয়েছিল। তিনি বলেন, “বাস্তবে উপদেশ চাইলে দেওয়া যায়, না চাইলে দেওয়া যায় না। নবগঠিত দল হিসেবে যে অঙ্গীকার নিয়ে তারা আত্মপ্রকাশ করেছিল, তার ছিটেফোঁটাও এখন নেই। এমন দলে থাকার চাইতে না থাকাই শ্রেয় মনে করে পদত্যাগ করেছি।”

তিনি সব পদ থেকে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং জামায়াতে ইসলামীতে ফেরার সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়, এবং তাকে স্বাগত জানানো হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত আমিরের সঙ্গে স্পেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত আমিরের সঙ্গে স্পেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির বার্তা দিলেন তারেক রহমান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির বার্তা দিলেন তারেক রহমান
ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই
ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই