আনুষ্ঠানিকভাবে জামায়াতে ফিরলেন সাবেক সচিব সোলায়মান চৌধুরী


সাবেক সচিব ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি জামায়াতের সহযোগী সদস্য পদের ফর্ম পূরণ করে দলে ফেরেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
জামায়াতের দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রার বন্ধুত্বের ভিত্তিতে এই দুই নেতার উপস্থিতিতে সোলায়মান চৌধুরী আবারও দলে যুক্ত হন।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুকে এবি পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন সোলায়মান চৌধুরী। পোস্টে তিনি উল্লেখ করেন, “সদ্য এবি পার্টি ত্যাগ করেছি। আবার আল্লাহর নাম নিয়ে জামায়াতে ফিরলাম। আল্লাহ আমাকে সাহায্য করুন।”
সোলায়মান চৌধুরী অভিযোগ করেন, এবি পার্টিতে তাকে নামমাত্র উপদেষ্টা রাখা হয়েছিল। তিনি বলেন, “বাস্তবে উপদেশ চাইলে দেওয়া যায়, না চাইলে দেওয়া যায় না। নবগঠিত দল হিসেবে যে অঙ্গীকার নিয়ে তারা আত্মপ্রকাশ করেছিল, তার ছিটেফোঁটাও এখন নেই। এমন দলে থাকার চাইতে না থাকাই শ্রেয় মনে করে পদত্যাগ করেছি।”
তিনি সব পদ থেকে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং জামায়াতে ইসলামীতে ফেরার সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়, এবং তাকে স্বাগত জানানো হয়।
ভিওডি বাংলা/জা