টপ নিউজ
সাংবাদিক সুরক্ষা আইন ১ মাসেই বাস্তবায়ন সম্ভব
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পি.এম.


তথ্য উপদেষ্টা মাহফুজ আলম-ছবি সংগৃহীত
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, রাজনৈতিক দলগুলো চাইলে আগামী এক মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা সম্ভব।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি জানান, রাজনৈতিক দলের নানা প্রতিবন্ধকতার কারণে অনেক উদ্যোগ সময়মতো এগোতে পারেনি। গণমাধ্যম কমিশন ও সাংবাদিক সুরক্ষা আইনও নানা সমস্যার মধ্যে আটকে রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, এই আইন দ্রুত বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাবে।
মাহফুজ আলম আরও বলেন, “সাংবাদিক সুরক্ষা আইন আনুষ্ঠানিকভাবে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে কার্যকর হবে। তবে রাজনৈতিক দলগুলো যদি চাই, তা এক মাসের মধ্যেও বাস্তবায়ন সম্ভব।”
ভিওডি বাংলা/জা