• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হংকং ম্যাচের টিকিট ‘সোল্ড আউট’

স্পোর্টস ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দুপুর দুইটায় বাংলাদেশ-হংকং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। ৩০ মিনিটের মধ্যেই ৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য ম্যাচের সাধারণ গ্যালারি টিকিট বিক্রি হয়েছে। আজ (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাফুফের কম্পিটিশন কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।

বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, “গ্যালারি ও ক্লাব হাউজের টিকিট সবই বিক্রি হয়েছে। পেমেন্টে কোনো সমস্যা থাকলে সেটি কয়েক মিনিট সময় নিয়েছে। সব মিলিয়ে আধঘন্টার মধ্যে টিকিট বিক্রি শেষ হয়েছে। এটা নিশ্চিতভাবেই ভালো খবর।”

জাতীয় স্টেডিয়ামে গ্যালারি আসন ১৮ হাজার এবং ক্লাব হাউজ ১ হাজার। আধঘন্টার মধ্যে ১৯ হাজার টিকিট বিক্রি হওয়াকে কমিটি আশ্চর্যজনক বলে মনে করছে। তাজওয়ার বলেন, “আমরা অনলাইনে দেখেছি গ্রাহকরা টিকিট স্বাচ্ছন্দ্যে সংগ্রহ করেছেন। কোনো অনিয়ম খুঁজে পেলে আমাদের জানাতে পারেন, আমরা তদন্ত করব।”

পূর্বের সিঙ্গাপুর ম্যাচে উগান্ডা থেকে টিকিট কেনার ঘটনা ঘটেছিল। এবার বিদেশ থেকে কোন দেশগুলো থেকে টিকিট সংগ্রহ হয়েছে জানতে চাইলে তিনি জানান, “এখন পর্যন্ত বাংলাদেশ ও জার্মানি থেকে বেশি টিকিট সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা হতে চলেছেন সৌম্য সরকার
বাবা হতে চলেছেন সৌম্য সরকার
বাংলাদেশকে আইসিসির আলটিমেটাম
বাংলাদেশকে আইসিসির আলটিমেটাম
সাফ ফুটসালে বাংলাদেশের প্রথম জয়
সাফ ফুটসালে বাংলাদেশের প্রথম জয়