রাজবাড়ীতে জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে টিকা প্রদান


বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজবাড়ীতে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এই টিকা প্রদানের আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. উমর ফারুক, ভেটেরিনারি সার্জন মো. শাকিল আহম্মেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অচিন্ত কুমার বিশ্বাসসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, “বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সারা দেশব্যাপী প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ জেলার প্রতিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এই টিকা দেওয়া হচ্ছে।হাসপাতালগুলোতে নির্দিষ্ট পরিমাণ টিকা সরবরাহ করা হয়েছে, যা কয়েকদিন বিনামূল্যে প্রদান করা যাবে। কেউ চাইলে তাদের পোষা বা গৃহপালিত প্রাণিকে এই টিকা দিতে পারবেন। যতদিন দপ্তরগুলোতে টিকার মজুদ থাকবে, ততদিন এটি বিনামূল্যে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। প্রাণিদের মাধ্যমে এই রোগের সংক্রমণ রোধ করতে টিকাদান অত্যন্ত জরুরি।”
কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ তাদের কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণিকে টিকা দিতে আসেন।
ভিওডি বাংলা/ এমএইচ