বিদেশি ঘাঁটির বিরোধিতায় চার দেশের অবস্থানকে স্বাগত তালেবানের


আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের বিরোধিতা করে রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তানের সাম্প্রতিক যৌথ অবস্থানকে স্বাগত জানিয়েছে তালেবান সরকার। চার দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান কিংবা এর আশপাশে কোনো বিদেশি ঘাঁটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর। খবর: ডন।
তালেবান সরকারের উপপ্রচারক হামদুল্লাহ ফিত্রাত বলেন, আফগানিস্তান কখনোই তার ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না এবং কোনো সশস্ত্র গোষ্ঠীর চলাচল অনুমোদন করবে না। তিনি আরও জানান, দেশটি দুর্নীতি, মাদক ও অপরাধের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে এবং সকল দেশের সঙ্গে সম্মান ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক চায়।
যৌথ বিবৃতিতে আফগান কর্তৃপক্ষকে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ জোরদার, সন্ত্রাসী শিবির বন্ধ এবং বিদেশি সন্ত্রাসীদের সহযোগিতা প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে। এতে আইএসআইএল, আল কায়দা, টিটিপি ও বিএলএসহ বিভিন্ন গোষ্ঠীকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফের দখল নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তালেবান সরকার তা প্রত্যাখ্যান করে।
এদিকে, পাকিস্তানের জামাত-ই-ইসলামী নেতাদের একটি প্রতিনিধিদল আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্ক ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে।
ভিওডি বাংলা/ আরিফ