ডাসারে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ


ইতালীর ভূয়া নুলস্তা দেখিয়ে মাদারীপুরের ডাসারে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। পরে অভিযোন চালিয়ে পলাতক অবস্থায় তানজিল আহম্মেদ-(৩৭) নামে একজন নারীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে ডাসার থানার এসআই সুবীর সুত্রধর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঢাকার কলাবাগানের একটি বাসা থেকে ওই নারীকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত তানজিল আহম্মেদ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শ্রীমস্তপুর গ্রামের মিজানুজ্জামানের স্ত্রী।
এ ব্যাপারে ডাসার থানার এস.আই মো. আজাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত তানজিল আহম্মেদ ও তার স্বামী জার্মান প্রবাসী মিজানুজ্জামানের বিরুদ্ধে ইতালীর ভূয়া নুলস্তা দেখিয়ে ৮২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনা থানায় একটি মামলা হয়েছে।তাই তানজিল আহম্মেদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ