নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালি


পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতককরণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষ্যে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা তথ্য অফিসার মোঃ রোস্তম আলী প্রমুখ।
কর্মসূচিতে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার এবিএম মনোয়ারুল আলম সহ সরকারী কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ভিওডি বাংলা/ এমএইচ