• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘রাষ্ট্র সঠিকভাবে নয়, উল্টাভাবে চলছে’: জেড আই খান পান্না

আদালত প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পি.এম.
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, বর্তমানে দেশের সর্বত্র ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশ রাষ্ট্র এখন সঠিকভাবে নয়, বরং উল্টোভাবে চলছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিন ট্রাইব্যুনাল-১ ইনুর বিরুদ্ধে থাকা একটি বিবিধ মামলা খারিজ করে দেয়।

জেড আই খান পান্না বলেন, “আমি এখান থেকে নিরাপদে বাসায় ফিরতে পারব কি না—এর নিশ্চয়তা নেই। এমনকি ঘুমাতেও পারব কি না, তা নিশ্চিত নয়।” তিনি অভিযোগ করেন, অনেক ঘটনায় ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা হয়, অথচ হামলাকারীরা ছাড় পায়।

রাষ্ট্রযন্ত্রের কার্যক্রম নিয়ে তিনি বলেন, “সঠিকভাবে নয়, বেঠিকভাবে চলছে। ক্ষমতায় যারা থাকে তারা টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে।”

মৃত্যুদণ্ডের বিরোধিতা করে তিনি বলেন, “একজনকেও হত্যা করা সমর্থন করি না। সারা সভ্য বিশ্বে মৃত্যুদণ্ড বিলুপ্ত হলেও আমেরিকার মতো দেশ এখনো তা চালু রেখেছে।”

হাসানুল হক ইনুর মামলার প্রসঙ্গে তিনি জানান, একই অভিযোগে ট্রাইব্যুনাল-২ এ ইতোমধ্যে চার্জশিট গৃহীত হওয়ায় ট্রাইব্যুনাল-১-এর মামলা খারিজ করা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি সপ্তাহেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
চলতি সপ্তাহেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ইসি বৈঠকে তফসিল ঘোষণা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
ইসি বৈঠকে তফসিল ঘোষণা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা