• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনে পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে তিন ঘণ্টারও বেশি সময় ধরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ভোরে ভাঙ্গুড়া স্টেশনে অপর একটি ঢাকাগামী ট্রেনকে সাইট দিতে গিয়ে লুপ লাইনে দাঁড়ায় পঞ্চগড় এক্সপ্রেস। ঢাকাগামী ট্রেনটি পার হওয়ার পর সিগন্যাল অনুযায়ী গন্তব্যের পথে রওনা হলে মেইন লাইনে ওঠার সময় ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম জানান, সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে ট্রেন চালানোর চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে। চাটমোহর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের পথে রয়েছে বলেও তিনি জানান। তবে রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ভাঙ্গুড়ায় পৌঁছায়নি।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, উদ্ধার কাজ চলছে। আশা করা হচ্ছে, ঘণ্টাখানেকের মধ্যে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরিপুরে ওয়ার্ল্ড ভিশন উদ্যোগে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ
হরিপুরে ওয়ার্ল্ড ভিশন উদ্যোগে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ
রাজশাহীতে সারের সংকট বিপাকে আলুচাষিরা
রাজশাহীতে সারের সংকট বিপাকে আলুচাষিরা
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ