• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ:

বাবার পর মারা গেছে শিশু তানভীর

নিজস্ব প্রতিবেদক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় এসি বিস্ফোরণে দগ্ধ শিশু তানভীর (৯) মারা গেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এসি বিস্ফোরণের পর একই পরিবারের চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে তানভীরের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) তানভীরের বাবা তুহিন হোসেন (৩৮) ৪৭ শতাংশ দগ্ধ হয়ে এইচডিইউতে মারা যান। বর্তমানে তুহিনের স্ত্রী ইভা আক্তার (৩০) ও ছোট ছেলে তাওহীদ (৭) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুরের ওই বাসায় এসি বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পরে দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা
এভারকেয়ারে কমছে খালেদা জিয়ার উৎসুক জনতার ভিড়
এভারকেয়ারে কমছে খালেদা জিয়ার উৎসুক জনতার ভিড়
গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন এইচ এম এরশাদ
স্বৈরাচার পতন দিবস: গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন এইচ এম এরশাদ