কিশোরগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯ তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে জন্মদিন পালন করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এই কর্মসূচি পালিত হয় বলে জানা গেছে। এর একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলমের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের কয়েকজন আত্মগোপনে থাকা নেতাকর্মীরা একটি অজ্ঞাতস্থানে কেক কেটে ও মোমবাতি প্রজ্বলন করে জন্মদিন উদযাপন করে। এসময় তারা "জয় বাংলা",শেখ হাসিনা,বঙ্গবন্ধুসহ বিভিন্ন শ্লোগান দেয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ বিরোধী স্লোগান তোলে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৪৩ সেকেন্ড ও ১ মিনিটের ভিডিওতে দেখা যায়, ১০-১৫ জন নেতা-কর্মী কেক নিয়ে উপস্থিত থেকে মিছিল ও স্লোগান দিতে থাকে। ভিডিওটি রাতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং ছাত্রলীগ ও আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা তা নিজেদের প্রোফাইলে শেয়ার করেন।
ওই কর্মসূচির কয়েকটি ছবি ও ভিডিও উপজেলার ছাত্রলীগের সভাপতি নাজমুল আলমের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। ভিডিও ও ছবিতে দেখা যায় বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির সুমন সরকার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বুরুদিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াদুল কবির ইয়ানের নেতৃত্বে জন্মদিনের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী আতসবাজি ও কেক কেটে বিভিন্ন স্লোগানের মাধ্যমে জন্মদিন পালন করে।
এরপরই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা ঐ ছবি ও ভিডিও দিয়ে ফেসবুকে শেয়ার করেছেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম তার ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন যা হুবহু তুলে ধরা হল, ধন্যবাদ বুরুদিয়া ইউনিয়ন ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার শুভজন্মদিন উপলক্ষে "পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ"-এর অন্যতম ইউনিট " বুরুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের" পক্ষ নেয় মাননীয় নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,জয় দেশরত্ন শেখ হাসিনা।
বিভিন্ন রাজনৈতিক নেতারা জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে দরগা বাজার এলাকায় আওয়ামী লীগ সর্বশেষ প্রকাশ্যে কর্মসূচি পালন করে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে। এরপর থেকে দলটি আর প্রকাশ্যে কোনো কার্যক্রম চালায়নি। তবে রাতের আঁধারে বিভিন্ন দেয়ালে জয় বাংলা স্লোগান লিখে বিভিন্ন ঝটিকা কর্মসূচি চালিয়ে আসছে। এর আগে শেখ মজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতেও পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গোপনে কর্মসূচি পালিত হয়েছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল ভূইয়া বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন হওয়া সত্ত্বেও তারা নিয়মিতভাবে রাতের আঁধারে কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ফেসবুকের মাধ্যমে ভিডিও দেখেছি, ঘটনাটি পাকুন্দিয়া উপজেলার। পুলিশের দুর্বল ভূমিকার কারণেই তারা এসবের সুযোগ পাচ্ছে।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম নিশাদ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রাতের আঁধারে গোপনে কর্মসূচির নামে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশকে অস্থিতিশীল করতে নানা পরিকল্পনা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরবতার কারনেই এই ধরনের কর্মকাণ্ড ঘটানোর সুযোগ পাচ্ছে। বর্তমান সরকারের দুর্বলতার কারণেই প্রশাসন এই সুযোগ নিচ্ছে । আশা করবো আইনশৃঙ্খলা বাহিনী সঠিক পদক্ষেপ নিবেন। এদেশের ছাত্রজনতা এখনও রাজপথে রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথে থেকেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত, বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের পর ছাত্রলীগকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সংগঠনটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবুও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মীরা গোপনে কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভিওডি বাংলা/ এমএইচ