• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

বালিগাঁও ইউনিয়ন যুবদলের কমিটি নিয়ে ত্যাগীদের ক্ষোভ

ফেনী প্রতিনিধি    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বালিগাঁও ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে একতরফাভাবে গঠনতন্ত্রবহির্ভূত সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে জেলা যুবদল।

জানা যায়, জেলা যুবদলের নির্দেশনা অনুযায়ী উপজেলা যুবদল ৫ সদস্যের একটি প্রস্তাবিত কমিটি জেলা দপ্তরে জমা করেছিল। ওই প্রস্তাবে নুর হোসেন খানকে আহ্বায়ক এবং শফিকুর রহমান স্বপনকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব উপেক্ষা করে জেলা যুবদল সমন্বয়ক কমিটি ঘোষণা করে।

ত্যাগী নেতাদের অভিযোগ, নবগঠিত কমিটির বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

সমন্বয়ক মো. হানিফের বিরুদ্ধে জুয়া খেলা ও পুলিশ সোর্স হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। এছাড়া ও ১০ নং সদস্য মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মহিপাল ছাত্র হত্যা মামলার আসামি জিয়া উদ্দিন বাবলুর সঙ্গে আঁতাতের অভিযোগ আছে। ৩৪ নং সদস্য মো. ইকবাল বহিষ্কৃত খুনি বাবলুর সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।

৩৫ নং সদস্য আবু নাছের মুরাদ শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও নবগঠিত কমিটির আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। তাদের দাবি, বিতর্কিত ব্যক্তিদের অবিলম্বে বাদ দিয়ে ত্যাগী ও যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করতে হবে।

প্রস্তাবিত কমিটির আহ্বায়ক নুর হোসেন খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল বলেন, “এই কমিটি দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে।”

অন্যদিকে প্রস্তাবিত কমিটির সদস্য সচিব শফিকুর রহমান অভিযোগ করেন, “গঠনতন্ত্রবিরোধীভাবে ৫ তারিখের পরের লোকজন এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দিয়ে ঘোষিত সমন্বয়ক কমিটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির রাজনীতি হবে উন্নয়নের রাজনীতি: ড. জিয়াউদ্দিন
বিএনপির রাজনীতি হবে উন্নয়নের রাজনীতি: ড. জিয়াউদ্দিন
নেত্রকোণায় টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা
নেত্রকোণায় টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা
পূজামণ্ডপে দেবী আরাধনায় ব্যস্ত ভক্তরা
পূজামণ্ডপে দেবী আরাধনায় ব্যস্ত ভক্তরা