নেত্রকোণায় টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা


'শিশু, কিশোর -কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম' শীর্ষক প্রকল্পের ইউনিসেফ বাংলাদেশ এর সহায়তায় গণমাধ্যম কর্মীদের নিয়ে "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন" বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, নেত্রকোণা এই কর্মশালার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এর সভাপতিত্বে জেলা তথ্য অফিসার নারায়ন সরকারের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলা, প্রেসক্লাবে সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল।
পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ দাউদ শরীফ।
কর্মশালায় আয়োজকবৃন্দ টাইফয়েড কোমলমতি শিশু কিশোরদের দেহে কি ভাবে প্রবেশ করে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। টাইফয়েড মোকাবেলা টিকাদানের গুরুত্ব তুলে ৯ মাসের শিশু থেকে ১৫ বছর পর্যন্ত সকল শিশু কিশোরদেরকে এই টিকাদান কর্মসূচি আওতায় আনার জন্য সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
ভিওডি বাংলা/ এমএইচ