কাজিপুরে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু


সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহী যুবকের (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘটনাস্থলেই আঁখি পরিবহণের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কের শ্যামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক সাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির আঁখি পরিবহণের একটি যাত্রীবাহী বাস সাইকেল আরোহীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের দাবি, বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিকে ঘিরে ধরে পরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
একজন প্রত্যক্ষদর্শী কৃষক আব্দুল হাই বলেন, রাস্তা ফাঁকা ছিল। তবুও চালক এমন বেপরোয়াভাবে বাস চালাচ্ছিল যে মানুষ বাঁচার সুযোগই পায়নি। আমাদের এলাকায় এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে।
আরেকজন দোকানি মনিরুল ইসলাম বলেন, মাত্র ২৪ দিন আগে এই একই স্থানে ট্রাকচাপায় শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার ক্ষত শুকাতেই আবার আরেকটি প্রাণ গেল। কর্তৃপক্ষের নজর না থাকায় আমরা বারবার এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছি।
খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির বড় অংশ ভস্মীভূত হয়ে যায়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, শ্যামপুর এলাকায় বাসচাপায় এক সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তাদের ক্ষোভ চরমে পৌঁছেছে। প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এ ধরনের দুর্ঘটনা ও জনরোষ থামানো সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেন।
ভিওডি বাংলা/ এমএইচ