বুলবুল-ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম।
ঢাকা বিভাগের থেকে এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বুলবুল ও ফাহিমের নির্বাচিত হওয়ার পথ সুগম হয়েছে।
নির্বাচনে মোট ৫১টি মনোনয়নপত্রের মধ্যে ৪৮টি বৈধ হয়েছে। বাতিল করা হয়েছে তিনটি মনোনয়নপত্র:
- জামালপুর জেলা ক্রীড়া সংস্থার রেদোয়ান ফুয়াদ,
- চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হাসান,
- রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলম।
রিটার্নিং অফিসার শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন জানান, ফুয়াদের মনোনয়নপত্র বাতিলের কারণ হলো সমর্থনকারীর স্বাক্ষরের সঙ্গে মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকা। তবে ফুয়াদ চাইলে মঙ্গলবার এ বিষয়ে আপিল করতে পারবেন।
চূড়ান্ত মনোনয়ন তালিকা বুধবার প্রকাশিত হবে। এর ফলে বোঝা যাবে, বুলবুল ও ফাহিমের জন্য ভোটের প্রয়োজন হবে কিনা। ইতোমধ্যে খুলনা, সিলেট ও বরিশাল বিভাগের কয়েকজনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।
ভিওডি বাংলা/ আরিফ