• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফিলিপাইনে মৌসুমি ঝড় বুয়ালোই, ২৬ নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পি.এম.
ফিলিপাইনে মৌসুমি ঝড়ে বহু হতাহত। সংগৃহীত ছবি

প্রচণ্ড শক্তিশালী ঘূর্নিঝড় রাগাসার ধকল কাটতেই, মৌসুমি ঝড় বুয়ালোই ফিলিপাইনে আঘাত হেনেছে। ঝড়ের কারণে দেশে নিহত হয়েছেন ২৬ জন, আহত ৩৩ জন, এবং এখনও কমপক্ষে ১৪ জন নিখোঁজ।

রোববার (২৮ সেপ্টেম্বর) ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিকোল প্রশাসনিক অঞ্চল, কাগায়ান উপত্যকা, কর্ডিল্লেরা অঞ্চল, ল্যুজোন প্রদেশ এবং ভিসায়াস প্রদেশের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে।

বিকোলের বিভিন্ন এলাকা থেকে ৯ জন, কাগায়ান থেকে ৮ জন, কর্ডিল্লেরা থেকে ৪ জন, ল্যুজোনে ২ জন, ভিসায়াস থেকে ৩ জনের রদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তার। নিহত, আহত এবং নিখোঁজদের সবাই ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের শিকার হয়েছেন

শুক্রবার থেকে ভারী বর্ষণ ও ঝড় শুরু হলে উদ্ধার অভিযানে নামেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৭ লাখ ৩৮ হাজার ৭১৪টি পরিবারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। এখনও ৪৬ হাজার ৬১১টি পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

ঝড় ও ভূমিধসের কারণে ৮ হাজার ৯১৬টি বাড়িঘর ধ্বংস হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান শুরু করেছে। এ পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৬৭৫টি পরিবার ত্রাণ ও এককালীন অর্থ সাহায্য পেয়েছে।

গত সপ্তাহে সুপার টাইফুন রাগাসা ফিলিপাইনে আঘাত হেনেছিল, এতে ২০ জন নিহত হয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলল পাকিস্তানের সেনাবাহিনী
ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলল পাকিস্তানের সেনাবাহিনী
বন্দুকধারীদের হামলায় নিহত ১১, আহত অর্ধশতাধিক
দক্ষিণ আফ্রিকায় হোস্টেল: বন্দুকধারীদের হামলায় নিহত ১১, আহত অর্ধশতাধিক
ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যা: মৃত ১ হাজার ৮শ’
ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যা: মৃত ১ হাজার ৮শ’