• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা

নির্বাচিত সরকার না আসলে অর্থনৈতিক বিপর্যয় আসবে: অসীম

নিজস্ব প্রতিবেদক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পি.এম.
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি: সংগৃহীত

দেশে দ্রুত সময়ের মধ্য নির্বাচিত সরকার না আসলে একটা অর্থনৈতিক বিপর্যয় চলে আসতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে যানজট মুক্ত নগরীর লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও অনুমোদনহীন,ফিটনেস বিহীন যান চলাচল বন্ধের দাবীতে এক মানবন্ধনে তিনি এই কথা বলেন।

ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, দেশে অতিসত্ত্বর নির্বাচিত সরকার না আসলে অর্থনীতির যে অবস্থাপনা আছে সেখানে একটা বিপর্যয় চলে আসবে। আপনারা দেখছেন দেশি বিদেশি যে বিনিয়োগ করছেনা। কারণ তারা তারা এখন নিরাপদ বোধ করছেননা।

অন্তবর্তীকালীন সুরকারের কাছে আমাদের দাবি একটি নিরপেক্ষর নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটান। সেই নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্র গঠনের সুযোগ পাই তাহলে নাগরিকের সকল চাহিদা পূরণে কাজ করা হবে।

নাগরিক দূর্ভোগের বিষয়ে অসীম বলেন, রাস্তা হাজার গাড়ি আছে কিন্তু বেশীরভাগ গাড়ির ফিটনেস নাই, নতুন রাস্তা ঘাট হচ্ছেনা,অবৈধ গাড়ি বন্ধ হচ্ছেনা, পুরোনো রাস্তা সংস্কার হচ্ছেনা। এমন দূর্ভোগের মাঝেও আমরা যারা ট্যাক্স দেই কিন্তু সে পরিমান নাগরিক সেবা পাচ্ছিনা। এখন থেকে নাগরিক সেবা না পেলে সকল ট্যাক্স দেওয়া বন্ধ করে দিবো। জনগনের টাকায় রাষ্ট্র চলবে-কিন্তু সেখানে নাগরিক দূর্ভোগ কমছেনা। এমন ব্যবস্থায় রাষ্ট্র চলতে পারেনা।

ব্যারিষ্টার অসীম বলেন, আজ থেকে চার বছর আগে যুগপৎ আন্দোলনের শরীকদের নিয়ে রাষ্ট্রসংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই রাষ্ট্রের সংস্কার গণতান্ত্রিক ভিত্তি, আইনের শাসন, দূর্ণীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষা ব্যবস্থার উন্নয় ও বিচার বিভাগ সংস্কারের কথা বলেছেন তারেক রহমান।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাকে সম্প্রসারণ করে রাষ্ট্রসংস্কারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা দেখেছি সংস্কারের ঐক্যমত্য কমিশনে অনেক কথা বলছে কিন্তু জনগণের কল্যানের জন্য কেউ কথা বলছেনা। রাষ্ট্রের আমূল সংস্কারের কথা কেউ বলছেনা।

সবাই কিভাবে ক্ষমতায় যাবে সেই কথা বলছে। কেউ পিআরের কথা বলেছে। আপনি ঢাকায় রাজনীতি করবেন এমপি হবে আরেক জায়গায়। তখন কেউ জনগণের পিছনে থাকবেনা, নেতাদের পিছনে দৌঁড়াবে। এই ধরনের হটকারি সিদ্ধান্ত কেউ নিবেননা।

মানববন্ধনে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলাবাগান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কিবরিয়া লাকী, হাজারীবাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. রেজা ফয়সাল, ধানমন্ডি থানা বিএনপির যুগ্ম আহবায়ক, আবু নাসের লিটন, যুগ্ম আহবায়ক, মো: দিলা, ১৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আমির হুসেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ব নদী দিবসে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ
বিশ্ব নদী দিবসে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ
সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাতা বিতরণ
সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাতা বিতরণ
গণপিটুনিতে ইউপি সদস্য নিহত
গণপিটুনিতে ইউপি সদস্য নিহত