ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার রহস্য উদঘাটনে আশাবাদী সিআইডি


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র হত্যার তদন্তে ক্যাম্পাসে এসেছেন সিআইডি (তদন্তকারী কর্মকর্তা) টিম। সোমবার ( বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ শেষে দুপুরে সাংবাদিকদের উদ্দেশ্য তদন্তের অগ্রগতি জানিয়েছেন তদন্ত টিম।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, কুষ্টিয়া সিআইডি শাখা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও আবু তারিক সহ অন্যান্যরা।
সাংবাদিকদের উদ্দেশ্য তদন্ত (সিআইডি) কর্মকর্তারা জানান, তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছে। তিনি নিজের মতো করে তদন্ত কাজ করে যাচ্ছে। এ নিয়ে ৬ বার ক্যাম্পাসে আসা হয়েছে। আমরা সেপ্টেম্বরের ১৬ তারিখে এই মামলা হাতে পাই। আমরা এই মামলায় রহস্য উদঘাটনের চেষ্টা করবো। আমরা রিপোর্টে পেয়েছি যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুতরাং এটা একটা মার্ডার। এখানে এক বা একাধিক কারো ইনভলবমেন্ট আছে। আমরা আশাবাদী হত্যাকারীদের আমরা সনাক্ত করতে পারব। এক্ষেত্রে আপনাদের সাপোর্ট আমাদের দরকার। যাতে দ্রুত প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় আনতে পারি।
ভিওডি বাংলা/ এমএইচ