১ দিন পরই নতুন লোগো সরিয়ে ফেলেছে জামায়াত


প্রকাশের এক দিন পরই জামায়াতে ইসলামী তাদের আলোচিত নতুন লোগোটি সরিয়েছে। দলের আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার কার্যালয়ে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) বসানো লোগোটি এখন আর দেখা যায়নি। এর আগে রোববার সকালে জামায়াত আমিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের বৈঠকের সময় নতুন লোগোটি সামনে আসে।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আমিরের কার্যালয়ে নতুনভাবে ডেকোরেশন করার সময় লোগোটি অসাবধানতাবশত প্রকাশ্যে এসেছে। কিন্তু কোন লোগো চূড়ান্ত হবে তা এখনও ঠিক হয়নি। তাই আপাতত কোনো দলীয় লোগো ব্যবহার করা হচ্ছে না।”
তিনি আরও জানান, পুরনো লোগো প্রায় ৩০-৪০ বছর আগে তৈরি হয়েছিল। নতুন লোগো তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেছেন দলের নীতিনির্ধারকরা। নতুন লোগোতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা থাকবে, যা কিছুটা লাল-সবুজ জাতীয় পতাকার আদলে ডিজাইন করা হয়েছে। সবুজের মধ্যে কিতাবের ওপর উদীয়মান লাল সূর্য এবং কলম ব্যবহার করা হয়েছে। কিতাবের দুই প্রান্তে অর্ধপরাবৃত্ত রাখা হয়েছে, যা প্রবেশদ্বারের প্রতীক। দলের নাম বাংলা ও আরবিতে লেখা থাকবে।
জামায়াতের পূর্বের লোগোতে গম্বুজের মধ্যে ‘আল্লাহ’ শব্দ এবং দলের প্রতীক দাঁড়িপাল্লা ছিল। বর্তমানে ধূসর ব্যাকগ্রাউন্ডে সবুজ বৃত্তের মধ্যে কালো রঙে লোগো ব্যবহার করা হচ্ছে।
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, “পুরনো লোগোকে মডিফাই করে নতুন প্রজন্মের বার্তা দেয়ার উদ্দেশ্যে নতুন লোগো তৈরি করা হচ্ছে। এতে কলম জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতীক এবং দাঁড়িপাল্লা ন্যায়বিচারের প্রতীক হিসেবে রাখা হয়েছে।”
এদিকে, গতকাল সকালে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ-ভুটানের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে।
ভিওডি বাংলা/জা