• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স

১ দিন পরই নতুন লোগো সরিয়ে ফেলেছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রকাশের এক দিন পরই জামায়াতে ইসলামী তাদের আলোচিত নতুন লোগোটি সরিয়েছে। দলের আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার কার্যালয়ে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) বসানো লোগোটি এখন আর দেখা যায়নি। এর আগে রোববার সকালে জামায়াত আমিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের বৈঠকের সময় নতুন লোগোটি সামনে আসে। 

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আমিরের কার্যালয়ে নতুনভাবে ডেকোরেশন করার সময় লোগোটি অসাবধানতাবশত প্রকাশ্যে এসেছে। কিন্তু কোন লোগো চূড়ান্ত হবে তা এখনও ঠিক হয়নি। তাই আপাতত কোনো দলীয় লোগো ব্যবহার করা হচ্ছে না।”

তিনি আরও জানান, পুরনো লোগো প্রায় ৩০-৪০ বছর আগে তৈরি হয়েছিল। নতুন লোগো তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেছেন দলের নীতিনির্ধারকরা। নতুন লোগোতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা থাকবে, যা কিছুটা লাল-সবুজ জাতীয় পতাকার আদলে ডিজাইন করা হয়েছে। সবুজের মধ্যে কিতাবের ওপর উদীয়মান লাল সূর্য এবং কলম ব্যবহার করা হয়েছে। কিতাবের দুই প্রান্তে অর্ধপরাবৃত্ত রাখা হয়েছে, যা প্রবেশদ্বারের প্রতীক। দলের নাম বাংলা ও আরবিতে লেখা থাকবে।

জামায়াতের পূর্বের লোগোতে গম্বুজের মধ্যে ‘আল্লাহ’ শব্দ এবং দলের প্রতীক দাঁড়িপাল্লা ছিল। বর্তমানে ধূসর ব্যাকগ্রাউন্ডে সবুজ বৃত্তের মধ্যে কালো রঙে লোগো ব্যবহার করা হচ্ছে।

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, “পুরনো লোগোকে মডিফাই করে নতুন প্রজন্মের বার্তা দেয়ার উদ্দেশ্যে নতুন লোগো তৈরি করা হচ্ছে। এতে কলম জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতীক এবং দাঁড়িপাল্লা ন্যায়বিচারের প্রতীক হিসেবে রাখা হয়েছে।”

এদিকে, গতকাল সকালে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ-ভুটানের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি: সালাহউদ্দিন
অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি: সালাহউদ্দিন
ক্ষমতায় গেলে লালপুর থানাকে আদর্শ থানা হিসেবে গড়ে তুলব- টিপু
ক্ষমতায় গেলে লালপুর থানাকে আদর্শ থানা হিসেবে গড়ে তুলব- টিপু
নুরকে তারেক রহমানের ফোন, খোঁজ নিলেন স্বাস্থ্যের
নুরকে তারেক রহমানের ফোন, খোঁজ নিলেন স্বাস্থ্যের