সৈয়দপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিলকিস ইসলাম


নীলফামারীর সৈয়দপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২ টা পযন্ত উপজেলা ইউনিয়ন গুলো ও পৌর শহরের কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী শারদীয় দুর্গা পুজো মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন হিন্দু নেতাদের কাছে। পূজা মন্ডপগুলোতে তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। শহরের তুলশীরাম সড়কে কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন, সহ সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম -সাধারণ সম্পাদক ও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি)। সৈয়দপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রাজ কুমার পোদ্দার। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু। সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের আওতাধীন কিশোরগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাথী ইসলাম, বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপি র সভাপতি কিবরিয়া সহ ইউনিয়ন ও ওয়াডের নেতাকর্মীরা।
উপজেলার বিভিন্ন স্থানে পূজা মন্ডপ পরিদর্শন শেষে বক্তব্যে বিলকিস ইসলাম বলেন, বিএনপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। সকল ধর্মের লোকই বিএনপিতে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশ, সবার আগে বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা।
এবছর সৈয়দপুর উপজেলায় ৭৯টি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা করতে মন্ডপে মন্ডপে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছে।
ভিওডি বাংলা/ এমএইচ