• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স

শিবচরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচর উপজেলার প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক এম.আলমের বিরুদ্ধে অভিযোগ এনে অভিভাবকরা বলেন, তিনি ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেন। এ ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। এদিকে অভিভাবক ও স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অভিভাবকদের অভিযোগ, প্রভাতী কিন্ডার গার্টেন একটি ছোট শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান। যদি শিক্ষকরা এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও জানান, এর আগেও এম.আলমের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছিল।

তবে অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার প্রশ্নই আসে না। শিক্ষার্থী হোঁচট খেয়ে পড়ে গেলে তাকে ধরেছিলাম। কিন্তু একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”

ঘটনার বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এইচ.এম.ইবনে মিজান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও আরো বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিলকিস ইসলাম
সৈয়দপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিলকিস ইসলাম
কাঠালিয়ায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
কাঠালিয়ায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা
মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা