সৃজিতের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন


ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিশেষ করে সাবেক স্বামী, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান-এর সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তির পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়মিত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এরপর ওপার বাংলার গুণী পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করলেও, চর্চা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মিথিলার। একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তবে এখন চিত্রটা পাল্টেছে।
সৃজিতের সঙ্গে মিথিলার এক ছাদের নিচে না থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন। তাদের দাম্পত্য জীবনে কি তাহলে চিড় ধরেছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দুই বিনোদন পাড়ায়।
সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। মিথিলার মন্তব্যগুলো গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিয়েছে।
তিনি বলেন, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই।’ মিথিলার এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সত্যিই তলানিতে?
পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চান, সৃজিত এখনও তার স্বামী কি না। মিথিলা বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।” তবে হাজবেন্ড সম্পর্কিত প্রশ্নে তিনি জানান, হ্যাঁ, তার পাসপোর্টে সৃজিতের নাম রয়েছে।
ভিওডি বাংলা/জা