• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের সমাপ্তির লক্ষ্যে প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় পাকিস্তানের পূর্ণ সমর্থনের প্রশংসা করেছেন। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে “অসাধারণ মানুষ” হিসেবে আখ্যা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান শুরু থেকেই ওয়াশিংটনের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার পাশে ছিল। তিনি বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল শুরু থেকেই আমাদের সঙ্গে ছিলেন। তারা অসাধারণ। তারা এখন এই চুক্তির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে এবং শতভাগ সমর্থন জানিয়েছে।”  

এছাড়া ট্রাম্প বিভিন্ন মুসলিম ও আরব দেশের নেতাদেরও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আমি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, তুরস্ক ও ইন্দোনেশিয়ার নেতাদের ধন্যবাদ জানাই। আমরা একসাথে কাজ করেছি।”

ট্রাম্পের ‘গাজা সংঘাত সমাপ্তির সার্বিক পরিকল্পনা’ অনুযায়ী, গাজা হবে সন্ত্রাসমুক্ত, নিরস্ত্রীকরণকৃত ও প্রতিবেশীদের জন্য হুমকি সৃষ্টি না করা একটি অঞ্চল। উভয় পক্ষ সম্মত হলে সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হবে, ইসরায়েল নির্ধারিত সীমারেখায় সরে যাবে এবং বন্দি বিনিময়ের প্রস্তুতি শুরু হবে। ইসরায়েল ৭২ ঘণ্টার মধ্যে সব বন্দিকে ফিরিয়ে দেবে এবং ইতিমধ্যে নির্দিষ্ট ২৫০ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দি ও ১৭০০ গাজাবাসী মুক্তি দেওয়া হবে। এছাড়া প্রতিটি ইসরায়েলি বন্দির মৃতদেহ ফেরত দিলে ১৫ জন মৃত ফিলিস্তিনির মরদেহও ফেরত দেয়া হবে।

প্রস্তাব ঘোষণার পর সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, কাতার ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের “নেতৃত্ব” ও গাজা যুদ্ধ শেষ করার প্রয়াসকে স্বাগত জানিয়েছেন।

এদিকে, গত কয়েক মাসে ট্রাম্প প্রশাসনের অধীনে ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্ক উষ্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ ও রেয়ার আর্থ উপাদান সরবরাহে চুক্তি করেছে, এবং একটি মার্কিন কোম্পানি পাকিস্তানের খনিজ খাতে ৫০ কোটি ডলার বিনিয়োগ করছে। বাণিজ্য চুক্তি অনুযায়ী পাকিস্তান থেকে আমদানিতে যুক্তরাষ্ট্রে ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ২০২৪ সালে দু’দেশের পণ্য ও সেবা বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ১০.১ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৬.৩ শতাংশ বৃদ্ধি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিপাইনে মৌসুমি ঝড় বুয়ালোই, ২৬ নিহত
ফিলিপাইনে মৌসুমি ঝড় বুয়ালোই, ২৬ নিহত
কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪
কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪
মিশিগানের গির্জায় বন্দুক হামলা, নিহত ৪
মিশিগানের গির্জায় বন্দুক হামলা, নিহত ৪