গাজায় যুদ্ধবিরতি, দ্বি-রাষ্ট্র সমাধানে অনড় ম্যাক্রোঁ


ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই প্রস্তাবের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা-অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিন নামের দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোমবার এক পোস্টে ম্যাক্রোঁ লিখেছেন, “গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প যে যুদ্ধবিরতির পরিকল্পনা দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। আমি আশা করছি ইসরায়েল এই পরিকল্পনায় দৃঢ়ভাবে যুক্ত হবে। হামাসেরও এখন এই প্রস্তাব গ্রহণ করা ও সব জিম্মিকে মুক্তি দেওয়া ছাড়া অন্য কোনো পথ নেই।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে জাতিসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে ১৪২টি দেশের দেওয়া রায়ের বাস্তবায়নের পথও এই প্রস্তাব খুলে দেবে।”
সোমবার বিকেলে হোয়াইট হাউসে ২০ দফা সম্বলিত যুদ্ধবিরতির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন ট্রাম্প। এতে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ, হামাসকে অস্ত্র সমর্পণ এবং যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজের নাম প্রস্তাব করার বিষয়টি উল্লেখ রয়েছে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, “আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই প্রস্তাব এনেছি। ইতোমধ্যেই অনেকে এ পরিকল্পনাকে সমর্থন জানাচ্ছে।”
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন প্রস্তাবে নেতানিয়াহুও সমর্থন দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। এতে ১৪২টি দেশ অংশ নিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মেলনটি বয়কট করে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ভিওডি বাংলা/জা