• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এশিয়া কাপে হারের পর কঠোর সিদ্ধান্ত নিল পিসিবি

স্পোর্টস ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে জয় পেতে আরও অপেক্ষায় পাকিস্তান। তিন বছর আগে এশিয়া কাপের সুপার ফোরে সর্বশেষ তারা ভারতকে হারিয়েছিল। এরপর সদ্য সমাপ্ত ফাইনালসহ টানা আট ম্যাচে হেরেছে পাকিস্তান। নাটকীয় সেই ফাইনালে হারের পর ক্রিকেটারদের জন্য বড় দুঃসংবাদ দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিদেশি লিগে খেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল তারা।

পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমদ সায়েদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘পিসিবি সভাপতির অনুমোদনক্রমে দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) স্থগিত করা হলো। এই সিদ্ধান্ত বহাল থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।’

তবে হঠাৎ এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার ও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যতে এনওসি দেওয়ার পরিকল্পনা করছে পিসিবি। ক্রিকেটাররা যাতে জাতীয় প্রতিযোগিতা ও ঘরোয়া লিগে বেশি মনোযোগী হন, সেটিই মূল লক্ষ্য। তবে এই স্থগিতাদেশ কতদিন কার্যকর থাকবে তা এখনো স্পষ্ট নয়।

এই ঘোষণা এল এমন এক সময়ে, যখন এশিয়া কাপ ফাইনালে হারের বিশ্লেষণ চলছে পাকিস্তানে। আগামী অক্টোবরেই শুরু হচ্ছে কায়েদ-ই-আজম ট্রফি ও প্রথম শ্রেণির ঘরোয়া লিগ। ক্রিকেটারদের এসব টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

এদিকে, ২ ডিসেম্বর শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি২০। এর নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল (১ অক্টোবর)। সংক্ষিপ্ত তালিকায় আছেন পাকিস্তানের ১৬ ক্রিকেটার, যাদের মধ্যে নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানও রয়েছেন। এছাড়া ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ। সেখানে খেলার কথা রয়েছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিসহ সাত পাকিস্তানি ক্রিকেটারের।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা হতে চলেছেন সৌম্য সরকার
বাবা হতে চলেছেন সৌম্য সরকার
বাংলাদেশকে আইসিসির আলটিমেটাম
বাংলাদেশকে আইসিসির আলটিমেটাম
সাফ ফুটসালে বাংলাদেশের প্রথম জয়
সাফ ফুটসালে বাংলাদেশের প্রথম জয়